যারা ড্রাইভার ইনষ্টেলেশন সিডি/ডিভিডি নাই তাদের জন্য একটি চমৎকার সমাধান নিয়ে আজকে আমার এই লিখা। প্রয়োজনে অপ্রয়োজনে আমরা সকলেই পিসি কিছুদিন পরপর সেটাপ দিই। এই কাজটি করতে গিয়ে আমরা প্রায়শই যে সমস্যাটার মুখামুখি হই তা হল ড্রাইভার ইনষ্টল করা। অতি জরুরী এই ডিক্সটি অনেকে অতি যত্নে সংগ্রহে রাখেন এমন মানুষ যেমন আছেন। আবার আমার মত উদাসীন মানুষও নিতান্তই কম নেই। অন্তত গত ১৫ বছরের অভিজ্ঞতা তাই বলে। তবে এইসব উদাসীন লোকদের দূঃচিন্তার অবসান হল। আজ আমি যে ইউটিলিটি সফটওয়ারটির কথা বলব তার নাম হল "ড্রাইভার রাভাইভার"। দরুন একটি সফটওয়ার। এক কথায় অসাধারণ। অত্যন্ত ছোট অথচ অনেক এফেক্টিভ এই সফটওয়াটির ই্উজার ইন্টারফেসও দারুন সহজবোধ্য। যেকোন নতুন ইউজান সামান্য জ্ঞানে এই সফটওয়াটি ব্যাবহার করতে পারবে। এই সফটওয়ারটির অন্যতম বৈশিষ্ট হল এটি একবার ইনেষ্টল করা থাকলে প্রতিবার কম্পিউটার ওপেন হওয়ার সময় সাম্প্রতিক সময়ের হালনাগাদ ড্রাইভার ইনেষ্টলের জন্য চেক করে নেন অটোমেটিকেলি। অবশ্য এটি আপনি চাইলে বন্ধ করেও রাখতে পারেন। ও এর আরও একটা চমৎকার বৈশিষ্ট আছে তা হল এটি আপনার কম্পিউটারের বর্তমান ড্রাইভারকে ব্যাকআপ রাখতে পারে। যা আপনি যেকোন সময় রিষ্টোর করতে পরবেন।
Driver Reviver including Crack
Driver Reviver including Crack
0 comments:
Post a Comment
Express Your Opinion