Affiliate Marketing হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পন্য বিক্রেতা তার পন্যের বিক্রয় বাড়ানোর কাজ যে বিক্রয় সহযোগী বা সহকারী করবে তাকে তার বিক্রয়ের উপর একটি নিদৃষ্ট পরিমান অর্থ বিক্রিত পন্যর উপর কমিশন হিসাবে প্রদান করবে। এরা এই প্রতিষ্ঠানের কোন বেতন ভূক্ত কর্মচারী নন। শুধু মাত্র একটি সুনিদৃষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ। তাদের একটি রেফারেন্স আইডি থাকবে। শুধু এই আইডিটি পন্য ক্রেতা তার পন্য ক্রয়ের সময় ব্যবহার করবে। আর এই রেফারেন্স আইডিটি যার সে একটি সুনিদৃষ্ট পরিমান কমিশন পাবে। বিক্রিত পন্যের উপর।
যেমন ধরুন নকিয়া মোবাইল কোম্পানী তার এন৮ এই মোবাইলটি বিক্রয়ের উপর ৫% কমিশন দিবে বলে ঘোষনা করলো।