অনলাইনে আয়ের প্রচলিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল এফিলিয়েট মার্কেটিং। দূঃখ জনক হলেও সত্য যে এই বিষয়ের প্রতি সাধারন ফ্রিল্যান্সারের কিছুটা অবহেলা রয়েছে। অথচ এই শুধু মাত্র এফিলিয়েট মার্কেটিং এর কাজ করে অনেকে হাজার ডলার আয় করছে। তবে এখানে সমস্যা হল বেশীরভাগই স্ক্যাম অথবা পন্য বিক্রয় না হলে কোন লাভ নেই। যেমন এমাজন সবচেয়ে ভাল হলেও এখান থেকে পন্য বিক্রয় না হলে আপনি কোন লাভই পাবেন না। তাই আপনার সাইট আন্তর্জাতিক অঙ্গনে অত্যান্ত জনপ্রিয় না হলে বা আপনি এসইও খুব ভাল না জানলে এখান থেকে সাফল্য পাওয়া কষ্টসাধ্য ব্যাপার । কারন এদেশের বেশীরভাগ মানুষেরই নাই ক্রেডিট কার্ড। তাই ইচ্ছা থাকলেও তারা অনলাইনে কেনাকাটা করতে পারেন না। আজ আমি আমার এই পোষ্টে কম করে হলেও খুব সহজে এফিলিয়েট থেকে আয় করা যায়, বিশ্বস্ত এবং কোন ক্রয়-বিক্রয় ছাড়াই আয় করা যায় এমন কিছু সাইট নিয়ে কথা বলব।
এই লিংকে গিয়ে রেজিট্রেশান করুন। তারপর দেখবেন মজা। এই সাইটি সম্পর্কে যেকোন ফ্রিল্যান্সার
জানেন বলে আমার ধারনা। কারণ আমি যখন অনলাইনে আয় সম্পর্কে শিখতে শুরু করার প্রাথমিপ
পর্যায়েই এই সাইনের নাম শুনেছিলাম। এটি হল একটি বিশ্বস্ত অনলাইন লেনদেন প্রদানকরী
সাইট। এটাকে আপনার অনলাইন বা ভার্সুয়াল ব্যাংকও বলতে পারেন।
www.ziddu.com
www.ziddu.com সাইটকে অনেকেই জানেন ফাইল শেয়ারিং সাইট হিসেবে। এথানেও রয়েছে এফিলিয়েট এর মাধ্যমে
অন্য কাওকে রেজিষ্ট্রেশন করানোর সুযোগ। শুধু তাই নয় আরো আছে বিভিন্ন আপলোড করলে
তার ডাউনলোডের উপরও আয়ের সুযোগ। এ মাধ্যমে বিভিন্ন সফট আপলোড করে তা নিয়ে ব্লগ
লিখেও আয় করতে পারেন ডাউনলোড লিংক দিয়ে। উদাহরন হিসেবে এটা দেখতে পারেন।
www.cz.cc
www.co.cc এর মত একই সুযোগ আছে www.cz.cc তেও তবে এটি এখনো বেটা
পর্যায়ে।
www.hotfile.com
হটফাইল এ
বিভিন্ন আপলোড করলে তার ডাউনলোডের উপরও রয়েছে আয়ের সুযোগ। এ সুযোগ নিয়ে বিভিন্ন
সফট আপলোড করে তা নিয়ে ব্লগ লিখে আয় করতে পারেন জিদ্দুর মত। তবে হটফাইলে যে সমস্যাটি
আছে তা হল ডাউনলোড কাউন্ট হয় শুধু ৪৮ টি দেশ থেকে। তবে ঐ দেশগুলোর ট্রাফিক পেলে
সাফল্য পেতে পারেন।
www.bravenet.com
এফিলিয়েট থেকে
আয়ের সুযোগ রয়েছে www.bravenet.com
এও। এখানে আপনার লিংক ধরে কেউ সাইনআপ করে তাদের যে কোন একটি টুল
ব্যাবহার করলেই প্রতি ইউজার সাইনআপ এর জন্য দেয়া হবে $১।
www.chitika.com
এফিলিয়েট থেকে
আয়ের সুযোগ আছে অনলাইন বিজ্ঞাপন প্রতিষ্ঠান www.chitika.com
তেও। আপনার লিংক থেকে কেউ সাইন আপ করলে তার ব্লগ বা ওয়েবের আয়ের ২৫
শতাংশ আপনিও পাবেন।
www.odesk.com
জনপ্রিয় ফ্রি
ল্যান্সিং সাইট www.odesk.com এও নিজের রেফারেল লিংক দিয়ে নতুন কোন Provider বা Buyer
সাইন আপ করালে সেখানেও আছে আয়ের সুযোগ।
সাইট গুলোতে
আরেকটু ঢু মারলেই জানতে পারবেন আরো বিস্তারিত। আর আপনাদের নিজেদের সাইট বা বিভিন্ন
কম্যুনিটি সাইটের মাধ্যমে এই প্রক্রিয়া গুলো যাচাই করতে পারেন।
0 comments:
Post a Comment
Express Your Opinion